বিপিএলের ১২তম আসরে প্রথমবারের মতো অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেসের যাত্রা শুরু হলো হতাশা দিয়ে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৬৫ রানের বড় ব্যবধানে হেরে যায় নবাগত দলটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) টসে জিতে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ১৬.৫ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস।
চট্টগ্রামের হয়ে ওপেনার মির্জা তাহির বেগ খেলেন ৮০ রানের ইনিংস। ৬৯ বল মোকাবিলায় ৭ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। অধিনায়ক শেখ মেহেদী ১৩ বলে ২৬ রানের কার্যকর ক্যামিও খেলেন।
জবাব দিতে নেমে ভালো শুরু করলেও দ্রুত উইকেট হারাতে থাকে নোয়াখালী। হাবিবুর রহমান সোহান ৭ বলে ১৫ রান করে আউট হন। সাব্বির হোসেন, সৈকত আলী ও জাকের আলী অনিক দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে দলের ওপর। এক প্রান্ত আগলে লড়াই করেন মাজ সাদাকাত। তিনি ২৭ বলে ৩৮ রান করে আউট হন।
এরপর হায়দার আলী ২৪ বলে ২৮ রান করলেও ইনিংস বড় করতে পারেননি আর কেউই। শেষদিকে ব্যাটিং ধস নামলে ১৯ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় নোয়াখালী।
চট্টগ্রামের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন তানভীর ইসলাম, তিনি নেন ৩ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও মুকিদুল ইসলাম নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের শুরুটাও খুব একটা মসৃণ ছিল না। এবারের বিপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় নাইম শেখ ১১ বলে ১১ রান করে আউট হন। তবে মির্জা তাহির বেগ ধীরগতির হলেও ইনিংস ধরে রাখেন এবং দলের জন্য লড়াই করার মতো সংগ্রহ নিশ্চিত করেন।
সবশেষ দল হিসেবে এবারের বিপিএলে যুক্ত হলেও অল্প সময়ে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে অভিষেক ম্যাচে সেই শক্তির প্রতিফলন দেখা যায়নি।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম রয়্যালস: ২০ ওভারে ১৭৪/৬ (মির্জা ৮০, নাঈম ১১, রবি ১৬, জয় ১৭, মেহেদি ২৬, আবু হায়দার ৪, জিয়াউর ৬*; হাসান ৪-০-২৫-১, রানা ৪-০-২৯-১, ইহসানউল্লাহ ৩-০-৪০-০, জহির ৪-০-৩৫-১, সাদাকাত ৪-০-৩১-১, সাব্বির ১-০-৯-২)
নোয়াখালী এক্সপ্রেস: ১৬.৫ ওভারে ১০৯ (সাদাকাত ৩৮, সোহান ১৫, সাব্বির ৫, সৈকত ৪, জাকের ৬, হায়দার ২৮, অঙ্কন ৫, হাসান ০, রানা ২, জহির ১*, ইহসানউল্লাহ ০; শরিফুল ৩-০-১৪-২, আবু হায়দার ৩-০-১৯-১, মেহেদি ৪-০-১৭-২, তানভির ৪-০-৩৯-৩, মুগ্ধ ২.৫-০-১৮-২)
ফল: চট্টগ্রাম রয়্যালস ৬৫ রানে জয়ী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



