বিপিএলে মাঠে নামতে হেলিকপ্টারে করে চট্টগ্রামে রিজওয়ান
স্পোর্টস ডেস্ক: গতকাল রাতে খেলে এসেছেন জাতীয় দলের হয়ে। বাংলাদেশ সময় রাত প্রায় ১২টায় শেষ হয় ম্যাচ।
১২ ঘণ্টা না পেরোতেই মোহাম্মদ রিজওয়ান চলে এসেছেন বিপিএলে খেলতে।
করাচি থেকে ওই ম্যাচ শেষ করে ঢাকায় এসে নামেন রিজওয়ান। এরপর চট্টগ্রামে এসেছেন হেলিকপ্টারে চড়ে। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে আসেন তিনি।
জানা গেছে বিমান ঢাকায় পৌঁছানোর কথা ছিল আরও দুই ঘণ্টা আগেই। তবে বিশেষ কারণে ফ্লাইট দেরি হয়। তবে বিমানবন্দরে আগেই হেলিকপ্টারের ব্যবস্থা করে রেখেছিল কুমিল্লা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নামে রিজওয়ানের হেলিকপ্টার। এরপর তিনি একটি মাইক্রোতে চড়ে মাঠে আসেন।
রিজওয়ান বিপিএলে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা। শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। এই ম্যাচের একাদশেও আছেন রিজওয়ান। টস জিতে ম্যাচটিতে আগে বল করবে কুমিল্লা।
টসের কেবল ১০ মিনিট আগে হেলিকপ্টারে চড়ে আসার ব্যাপারে জানতে চাইলে কুমিল্লার টিম ম্যানেজার আহসানউল্লাহ হাবিব বলেন, ‘রিজওয়ান আজ সকাল ১০টা ২৫ মিনিটে এসে ঢাকায় নামে। পরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয়েছে। আমরা সব কিছু মেনেই তাকে এভাবে এনেছি। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।