স্পোর্টস ডেস্ক: দু’জনেই বাংলাদেশের ক্রিকেটে ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত। প্রতিভা থাকলেও নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ারের ১২টা বাজিয়েছেন। একজন বহুদিন ধরে জাতীয় দলের বাইরে। অন্যজন বিশ্বকাপের আগে জাতীয় দলে ডাক পেয়েও কাজে লাগাতে পারেননি।
সেই সাব্বির রহমান আর নাসির হোসেন আজ বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পেলেন।
ড্রাফট থেকে সাব্বির রহমানকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত দলটি সরাসরি চুক্তিতে নিয়েছে তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খানকে। আর ড্রাফট থেকে নিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমানকে।
অন্যদিকে নাসির হোসেনকে দলে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। এখন পর্যন্ত দলটি সরাসরি চুক্তিতে নিয়েছে তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাওয়ারাকে। আর ড্রাফট থেকে নিয়েছে মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়রকে।
পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ ড্র হওয়ায় যে ক্ষতি হলো আর্জেন্টিনার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।