আর মাত্র দু’দিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তার আগে প্রতিযোগী আটটি দল অনুশীলন শুরু করেছে। আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে নতুন নাম নিয়ে ৫ বছর পর বিপিএলে ফেরা দুর্বার রাজশাহী। পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হন দলের উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি।
আসন্ন বিপিএলের আগে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পক্ষে প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের কাছে আকবর বলেন, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। আমাদের প্রথম লক্ষ্যটা থাকবে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করা। কিন্তু সত্যি কথা বলতে আমরা এখনও অতদূর নিয়ে ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি।’
তুলনামূলক দুর্বল দল নিয়ে বিপিএলে নতুন যাত্রা করছে রাজশাহী। তবে দল নিয়ে যথেষ্ট আশাবাদী আকবর, ‘আপনি যে দলে খেলবেন সেই দলটা নিয়ে সর্বোচ্চ লেবেলের আশাবাদী থাকতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমার কাছে যথেষ্ট ভালো টিম মনে হয়েছে। যদি সবাই ভালো খেলতে পারে, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনার বড় নাম দিয়ে হয় না। মাঠের পারফরম্যান্সটাই আসল।’
সাধারণত যেকোনো দলেই মিডল অর্ডারে খেলতে দেখা যায় আকবরকে। ব্যক্তিগতভাবে বিপিএলেও তেমনই চাওয়া থাকলেও, দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে চান তিনি, ‘আমি যদি পার্সোনালি চিন্তা করি যে পাঁচ নম্বর জায়গাটা বা চার নম্বরে খেলব, এখানে আল্টিমেটলি দল বা ম্যানেজমেন্ট যেখানে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। যদি আমার পার্সোনাল রেফারেন্স নেন বা ব্যক্তিগত কথা বলেন তাহলে আমি চার বা পাঁচ নম্বরে খেলতে পারি।’
প্রসঙ্গত, এবারের বিপিএলে তুলনামূলক দুর্বল দলই গড়েছে দুর্বার রাজশাহী। অভিজ্ঞদের মধ্যে তাসকিন আহমেদ, বিজয়, শফিউল ইসলাম ছাড়া ইয়াসির আলি রাব্বি, জিসান আলম ও আকবর আলির মতো তরুণরা আছেন তাদের স্কোয়াডে। বিদেশিদের মধ্যে আছেন– মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, বিলাল খান, সাদ নাসিম ও লাহিরু সামারাকুন। ৩০ ডিসেম্বর শুরু হয়ে এবার প্রায় দেড় মাসব্যাপী বিপিএল চলবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।