স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে লজ্জার রেডর্কে নাম লেখালেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। আজ (সোমবার) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ফের শূন্য রানে আউট হন ঢাকা প্লাটুনের এই ওপেনার। আর সঙ্গে সঙ্গে সবাইকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ ডাকের রেকর্ডটি নিজের করে নেন।

এর আগে রেকর্ডটি তার যৌথভাবে ছিলো ইমরুল কায়েসের। চলতি বিপিএলে দারুণ ফর্মে আছে ইমরুল। অপরদিকে সময় ভালো যাচ্ছে না এনামুলের।
বিপিএলের সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানরা
এনামুল হক বিজয়- ১১ বার।
ইমরুল কায়েস- ১০ বার।
সাব্বির রহমান- ৮ বার।
রুবেল হোসেন- ৭ বার।
মাশরাফী বিন মুর্তজা- ৭ বার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


