স্পোর্টস ডেস্ক : বিপদের সময় দলকে টেনে নিয়ে যাওয়া কিংবা শেষ মুহূর্তে এসে বড় শট হাঁকিয়ে দলকে জেতানো- এসবই মাহমুদউল্লাহ রিয়াদের পরিচয়। ঠাণ্ডা মাথার এই ব্যাটসম্যান এবার বঙ্গবন্ধু বিপিএলের সবচেয়ে বড় ছক্কার মালিক হয়ে গেলেন! পেশি শক্তির দিক দিয়ে অনেক বিদেশি ব্যাটসম্যানরা এগিয়ে থাকলেও এবারের বিপিএলে সবচেয়ে বড় ছক্কার তালিকার উপরের দুজনই বাংলাদেশের। সবাইকে ছাপিয়ে শীর্ষে মাহমুদউল্লাহ।
হার্ডহিটিংয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। এবারের বিপিএলে অনেক ক্যারিবীয় আছেন। তারা বড় বড় ছক্কাও মারছেন। তবে গতকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচে সালাউদ্দিন সাকিলের একটি ডেলিভারি গ্যালারিতে আছড়ে ফেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদউল্লাহ। ব্রডকাস্টারদের হিসেবে সেই ছক্কা ছিল ১১৩ মিটার লম্বা। বিপিএলের চলতি আসরে এটাই সবচেয়ে বড় ছক্কা।
অবশ্য ছক্কার এই হিসাবে একটু ফাঁক আছে। আসরের প্রথম দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানকে বিশাল এক ছক্কা মেরেছিলেন দাসুন শানাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদের শেষ দিকে পড়ে বল চলে গিয়েছিল মাঠের বাইরে। কিন্তু মাঠের বাইরে যাওয়ায় তখন এটি রেকর্ডে যুক্ত হয়নি। গত মঙ্গলবার সিলেট থান্ডারের বিপক্ষে চট্টগ্রামের নুরুল হাসান সোহানের একটি ছক্কা ছিল ১১০ মিটার লম্বা। যেটি তালিকার দুই নম্বরে আছে। খুলনা টাইগার্সের শামসুর রহমান মেরেছেন ১০৬ মিটার লম্বা একটি ছক্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।