স্পোর্টস ডেস্ক : অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়-সূচি। অষ্টম আসরের আসরের তারিখ ঘোষণা করেছে বিসিবি। এবারের আসর ২১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এছাড়া ছয় দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে ২৭ ডিসেম্বর।
এ বিষয়ে বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেয়া, অংশগ্রহণ ফি জমা দেয়া ইত্যাদি।
গতবারের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলে কোনো ধরনের প্রাইজমানি ছিল না। তবে এবার থাকছে। চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা আর রানার্স আপ দল পাবে ৫০ লাখ টাকা। এ ছাড়া দেশি-বিদেশি ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী টাকার অঙ্কও ঠিক করে দিয়েছে কর্তৃপক্ষ।
মল্লিক বলেন, প্রাইজমানি নিয়েও কথা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার্স আপ দলের জন্য ৫০ লাখ টাকা।
প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে ২৭ ডিসেম্বর। তবে কোনো কারণে যদি ওই তারিখে সম্ভব না হয় তাহলে এটি হবে ৩ থেকে ৫ জানুয়ারির মধ্যে। ড্রাফটের বাইরে একজন স্থানীয় খেলোয়াড় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।