স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের ‘স্বঘোষিত রাজা’ ক্রিস গেইল যেখানেই যান না কেন, নিজের ট্রেডমার্ক কখনো ভোলেন না। ঢাকায় নেমেও ভুললেন না স্বভাব-সুলভ ভঙ্গি দেখাতে। প্রথম ছবিতে ‘থাম্বস আপ’ দেখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন।
সোমবার সকালে গেইলের ঢাকায় আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রামের মিডিয়া বিভাগের কর্মকর্তা আহমেদ রাকিব।
বিপিএল এখন শেষ পর্যায়ে চলে এসেছে। মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকার শেষ পর্বের খেলা। এলিমিনেটর, কোয়ালিফাইয়ার ও ফাইনালের আগে লিগ পর্বে সব মিলে বাকি আছে আর মাত্র ৮ ম্যাচ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লিগ পর্বে আর দুই ম্যাচ বাকি। এরই মধ্যে অবশ্য শেষ চার নিশ্চিত হয়ে গেছে তাদের।
মঙ্গলবার রাজশাহীর বিপক্ষেই গেইলের মাঠে নামার কথা। লিগ পর্বে চট্টগ্রামের শেষ ম্যাচ একই দলের বিপক্ষে ১১ জানুয়ারি।
এরপর চট্টগ্রাম ফাইনাল পর্যন্ত গেলে গেইল আরো দুটি বা সর্বোচ্চ তিনটি ম্যাচ পাবেন। চট্টগ্রামের হয়ে টুর্নামেন্টের শেষ পর্যন্তই থাকার কথা তার।
এবারের আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে গেইলকে প্রথম সুযোগেই দলে নিয়েছিল চট্টগ্রাম। তবে পরে গেইল দাবি করেন কীভাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার নাম উঠল তিনি তা জানেন না! তাতে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত গেইলকে টুর্নামেন্টের শেষ দিকের কিছু ম্যাচের জন্য চূড়ান্ত করে চট্টগ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।