আন্তর্জাতিক ডেস্ক : শেয়ার বাজারে মোটেও দিন ভালো যাচ্ছে না আমেরিকার কোম্পানিগুলির। সেখানে তাদের উপর নেমে এসেছে অর্থনৈতিক মন্দার খাঁড়া। এর ফলে ভুগছে বিভিন্ন ক্ষেত্রের সংস্থাগুলি। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ফলে সরাসরি প্রভাবিত হচ্ছে বিভিন্ন কোম্পানি। যার প্রভাব দেখা যাচ্ছে আমেরিকার শেয়ার বাজারে।
এই পতনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি। মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপলকে শেয়ার বাজারের এই পতন খুবই ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকার শেয়ার বাজারে অ্যাপলের শেয়ারের দাম পড়েছে ৪.৯ শতাংশ। যা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে সংস্থার মার্কেট ক্যাপিটাল হ্রাস হয়েছে প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার।
এই বিপুল পরিমাণ অর্থ বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি গৌতম আদানির মোট সম্পত্তির থেকে কিছুটা কম। অন্যদিকে, রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পত্তির দেড় গুণ এই অর্থ, যা অ্যাপল হারিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্স অনুযায়ী আদানির মোট সম্পত্তির পরিমাণ ১২৮ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮০.৩ বিলিয়ন মার্কিন ডলার।
একইসঙ্গে অ্যাপলের খোয়া যাওয়া অর্থ বিশ্বের সব থেকে ধনীতম ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পত্তির অর্ধেক। মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২৪০ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাঙ্ক অফ আমেরিকা এই কোম্পানির রেটিং ‘বাই’ থেকে ‘নিউট্রাল’ করে দিয়েছে। অর্থাৎ তারা এই সংস্থার শেয়ার কেনার পক্ষপাতি নয়। এর ফলে শেয়ার বাজারে এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম হুহু করে নীচে নেমেছে।
ব্যাঙ্ক অফ আমেরিকার বক্তব্য, এই মুহূর্তে অ্যাপলের জনপ্রিয় পণ্যগুলির চাহিদা বিশ্বজুড়ে কমছে। এই সংস্থার মার্কেট ক্যাপিটাল প্রায় ২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরে অ্যাপলের শেয়ারে প্রায় ২০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। ন্যাসড্যাক ১০০-এর সূচক এর মধ্যে কমেছে প্রায় ৩২ শতাংশ। অ্যাপলের একটি শেয়ারের দাম এখন ১৪২.৪৮ ডলার।
ফেসবুক ছাড়া সমস্ত প্রযুক্তি সংস্থার শেয়ারেই ঘাটতি দেখা গিয়েছে। অ্যামাজন ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেডের শেয়ারে ঘাটতি লক্ষ্য করা গিয়েছে প্রায় ৩ শতাংশ। একইসঙ্গে মাইক্রোসফটের শেয়ারের দাম কমেছে ১.৫ শতাংশ।
ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের শেয়ারেও দেখা গিয়েছে ৩.৭ শতাংশ ঘাটতি। সংস্থার সিইও মার্ক জুকারবার্গ বলেছেন যে কোম্পানিটি প্রথমবারের মতো ছাঁটাই করতে যাচ্ছে। এ বছর এই সংস্থার শেয়ারে ৫৯ শতাংশ ঘাটতি দেখা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।