জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, চব্বিশের বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি প্রশাসনসহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদদের খুঁজে বের করে গ্রেফতারের আহ্বান জানান।
সদস্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও জুলাই বিপ্লবের শহীদ আলী রায়হানের বাবা মোসলেম উদ্দিন।
উদ্বোধনী সেশনে আরও উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সদস্যরা।
সম্মেলনে তুরস্ক, মালয়েশিয়া, ফিলিস্তিনের ছাত্র নেতারা বক্তব্য দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।