অর্থনীতি ডেস্ক : এইতো সে দিনের চেনা শহর, চেনা রাস্তা, মাসের ব্যবধানা আজ পুরোটাই অচেনা। তবে কি সময় পেড়োলে আসোলেই অচেনা হয়!
করোনা আতঙ্কে এবার প্রথমবারের মতো স্থগিত হলো বাংলা বর্ষবরণের সব আয়োজন।
মেলেনি দেখা জয়নুল আবেদিনের চত্বরের সামনে নবীন আঁকিয়েদের হাট। নেই অশুভকে বিনাশের লক্ষ্যে বাঙালি ঐতিহ্যের মঙ্গল শোভাযাত্রার কোন আয়োজন। এ বিষাদের রঙে মাখানো-১৪২৭।
বটের ছায়ায় বাঁশির সুর, লাল পাড় শাড়ি, কানে দিয়ে দুল, রমনা আর টিএসসির চিরচেনা সাজ আজ বড়ই ফ্যাকাশে।
আয়োজন বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ফুল ও মিষ্টি থেকে পোশাক, সব বন্ধ। বৈশাখ উপলক্ষ্যে প্রায় ৭ হাজার কোটি টাকার পুঁজির ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলছেন, যেখানে হাজার কোটি টাকা আমাদের বাণিজ্য হবার কথা সেখানে বাণিজ্য তো দূরে থাকুক আমাদের পুজি থেকেই থাকবে না ৬-৭ হাজার কোটি টাকা
সংকটকালীন এ সময়ে পণ্যের চাহিদা ধরে রাখতে অনলাইন প্লাটফর্ম হতে পারে বড় সহায়ক। এ বিষয়ে সানেমের গবেষণা পরিচালক সায়েমা হক বিদিশা বলেন, আমাদের অনলাইন ভিত্তিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমকে আরও দৃঢ় করবার জন্যে বিভিন্ন নির্দেশনা ও প্রনোদনা দেওয়া যেতে পারে।
এবারের বৈশাখ যতটাই অচেনা হোক, আসছে বছর আবারও রঙ ফিরে পাক বাঙালির প্রাণের উৎসব।
তথ্যসূত্র : চ্যানেল২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।