রাশিফল ডেস্ক : আপনার আমার ভাগ্য নির্ধারণ করেন বিধাতা স্বয়ং। আমরা শুধু রাশিচক্রের বিচারে বলার চেষ্টা করি, সাধারণভাবে আপনার ভাগ্যে কী লেখা আছে। কিন্তু তার মানে এই নয় যে সেই ভাগ্য অপরিবর্তনীয়। পরিশ্রম আর প্রার্থনার সমন্বয়ে সৌভাগ্য ছিনিয়ে নিতে হয়। আসুন জেনে নিই, রাশিফল অনুযায়ী কেমন যেতে পারে আপনার আজকের দিনটি।
ধনু
সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। অতিরিক্ত উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।
কুম্ভ
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পানে। কাজকর্মে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
মীন
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। বাড়িতে আগত অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। মাথা ব্যথায় ভুগতে পারেন।
মেষ
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের অরোগ্য লাভ হতে পারে। সবার প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। দাম্পত্য ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
বৃষ
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
মিথুন
দিনটি মিশ্র সম্ভানাময়। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। জনসংযোগে সময় ব্যয় করতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।
কর্কট
কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। পিতার শরীর-স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হওয়ার চেষ্টা করুন। সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেতেও পারেন।
সিংহ
সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা শুভ।
কন্যা
অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
তুলা
অন্যের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
বৃশ্চিক
শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।