জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পাঁচটি হলে বিবাহিত শিক্ষার্থীদের হলে না থাকার বিষয়ে যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বুধবার (২২ ডিসেম্বর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিবাহিত শিক্ষার্থীদের হলে না থাকার নিয়ম বাতিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।
সভায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল বাছির, সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সহ বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. আকরাম হোসেন জানান, নারী শিক্ষার্থীদের হলের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে। এবং অন্তঃসত্ত্বাদের সার্বিক নিরাপত্তা এবং মা-বাচ্চা উভয়ের সুবিধার্থে হলে থাকার বিষয় বারণ করা হচ্ছে। তবে কোন ধরনের বাধা নেই। আজকের সিদ্ধান্তটি সুপারিশ হিসেবে সিন্ডিকেটে যাবে। তারপর চূড়ান্ত হবে বলে উল্লেখ করেন অধ্যাপক আকরাম। এছাড়া রুটিন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হলের বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
অন্তঃসত্ত্বা ও বিবাহিত মেয়ে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে না দেওয়ার বিধি বাতিল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির।তিন কার্যদিবসের মধ্যে এই বিধি বাতিল না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ হলের নারী শিক্ষার্থীরা বিবাহিতদের হলে থাকা নিয়ে যে নিয়ম তা বাতিল করার জন্য আবেদন করে। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হল রুমে সংবাদ সম্মেলন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।