বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ডা. মাহরাং বালুচ

ডা. মাহরাং বালুচ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রকাশ করেছে। এ তালিকায় জায়গা পেয়েছেন ‘বেলুচিস্তানের সিংহী’ মাহরাং বালুচ।

ডা. মাহরাং বালুচ

বেলুচিস্তানে বছরের পর বছর ধরে বালুচ জনগোষ্ঠীর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ডা. মাহরাং। পাকিস্তানে বেলুচ জনগণের প্রতি সংঘটিত অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন তিনি।

২০২৩ সালের শেষের দিকে বিক্ষোভকারীদের নিয়ে বেলুচিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর তুরবত থেকে প্রায় ১৬০০ কিলোমিটার পথ হেঁটে ২১ ডিসেম্বর ইসলামাদে পৌঁছেছিলেন মাহরাং। তার এই বিক্ষোভকারীদল সেসময় ঠাণ্ডায় ইসলামাবাদ পুলিশের প্রচণ্ড ধরপাকড়ের সম্মুখীন হন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, পাকিস্তানজুড়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কমপক্ষে ১৩টি ফৌজদারি মামলা দায়ের করা হয়। সেখানে পৌঁছানোর পর অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। পথে দুদফা আটক হন মাহরং নিজেও।

তবু দমানো যায়নি ৩০ বছর বয়সী মাহরাংকে। জীবনের ঝুকি নিয়ে মানবাধিকার সমুন্নত রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। একজন ডাক্তার এবং মানবাধিকার কর্মী হিসেবে তার অবদান দৃষ্টি এড়ায়নি গোটা বিশ্বের। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার মাহরাং পেলেন বিবিসির প্রকাশ করা সারা বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর একজনের স্বীকৃতি।

বিবিসির স্বীকৃতি পাওয়ার পর এক্স (সাবেক টুইটার) বার্তায় মাহরাং জানিয়েছেন, এটা তার জন্য ‘অনেক বড় সম্মান’। সারা বিশ্বের সাহসী নারীদের তালিকায় তাকে রাখার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

জেমস ওয়েব টেলিস্কোপে আদিম গ্যালাক্সির সন্ধান!

মাহরাং লিখেন, বেলুচিস্তানের জন্য লড়াই করা নারী, গুমের শিকার হওয়া পরিবারের সদস্য এবং সাহসী বালুচ মানবাধিকারকর্মী সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই এই স্বীকৃতি। ভয়াবহ নিপীড়নের পরও বালুচ জনগণ ন্যায়বিচার ও মানিবাধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই স্বীকৃতি সব প্রান্তিক গোষ্ঠির মানুষের জন্য আশার প্রদীপ হয়ে উঠবে। এটা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তির স্বীকৃতি।