বিনোদন ডেস্ক : লাল সিং চড্ডা মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আমিরের পুরনো ভিডিও। তার জেরে এই ছবিকে বয়কটের ডাক দেওয়া হয়। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রণবীর কপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে? রাত পোহালেই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বলিউডের বহু প্রতিক্ষীত এই ছবি। তার আগেই গোমাংস বিতর্কে সমস্যায় পড়েছেন রালিয়া। মহাকাল মন্দিরে ছবি মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে সেখানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন রণবীর আর আলিয়া। বজরং দল তাঁদের মন্দিরে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ। এবার সেই পুরনো ভিডিও বিতর্ককে আরও খানিকটা উসকে দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
রণবীর কপুরের গোমাংস খাওয়া নিয়ে পুরনো মন্তব্যের সঙ্গে বিবেক অগ্নিহোত্রীর সংযোগটা ঠিক কোথায়? প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র মুক্তির আগেই টুইটারে একটি ভিডিও আচমকাই ভাইরাল হয়ে যায়। একটি ফুড টক শোতে পছন্দের খাওয়ার নিয়ে কথা বলতে শোনা যায় রণবীরকে। সেই সময়ই গোমাংসের প্রতি নিজের প্রেম জাহির করেন অভিনেতা। নেটিজেনরা সেই ভিডিও শেয়ার করে হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্রের প্রচার করতে শুরু করেন।
একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। রণবীরের পুরনো ভিডিও ভাইরাল হতেই ‘বিফ’ নিয়ে আরও ইন্ডাস্ট্রির আরও এক তারকার পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছে। তিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেকের মুখে শোনা গিয়েছে, ‘আমি তো লিখেওছিলাম যে কোথায় সবচেয়ে ভালো গোমাংস পাওয়া যায়। আমি তখনও গোমাংস খেতাম, এখনও খাই। আমার জীবনে কিন্তু সেই জন্য কোনও পরিবর্তন আসেনি।’
পুরনো ভিডিও ভাইরালের পর রণবীরের এক ভক্ত সেটি পোস্ট করে লেখেন, ‘আগামী দিনে তাঁরা কখনও বিবেক অগ্নিহোত্রীর এই ভিডিও আর দেখাবে না। যিনি নিজেও একজন গোমাংসপ্রেমী। তবে এটা ওঁর ব্যক্তিগত পছন্দ। তবে তোমরা এই বিষয়টি থেকে দূরে থাক। আর ব্রহ্মাস্ত্রের টিকিট কাটা জারি রাখ। হলে গিয়ে ব্রহ্মাস্ত্র এনজয় কর।’
রণবীরের অন্য এক ভক্ত পুরনো একটি ছবি শেয়ার করে প্রশ্ন তুলেছেন, ‘মন্দিরের ভিতরে কাশ্মীর ফাইলসের প্রযোজক অভিষেক আগরওয়ালের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বিবেক অগ্নিহোত্রীকে। রণবীরকে যদি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে বিবেককে কী করে দেওয়া হল?’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.