সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের সবশেষ আইপিএল দল চেন্নাই সুপার কিংসের। চলতি আসরে নিজেদের খেলা ৯ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই হেরে গিয়েছে আইপিএলের হলুদ ব্রিগেড নামে পরিচিত দলটা। সবশেষ হেরেছে পয়েন্ট তালিকারই নিচের দিকে থাকা আরেকটি দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। সেইসঙ্গে নিজেদের মাঝে টানা চার ম্যাচে হারার লজ্জাও পেতে হয়েছে দলটিকে।
আইপিএলের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস। দলটির শো-কেসে আছে ৫ আইপিএল শিরোপা। ঘরের মাঠ এম চিদাম্বারামকে রীতিমত দুর্গই বানিয়ে রেখেছিল দলটা। কিন্তু সেই দুর্গে যেন ফাটল ধরেছে এবারের আসরে। নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ৪ হার হজম করেছে দলটা।
চেন্নাইয়ের এমন দুরাবস্থায় সময় ভালো যাচ্ছে না দলের পেসার মাথিশা পাথিরানারও। গেল আসরে চেন্নাইয়ে জুটি বেঁধেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানে সঙ্গে। দারুণ পারফরম্যান্সে ছিলেন রিটেনশনের তালিকাতেও। কিন্তু এবারের আসরে এসে বল হাতে খুব একটা স্বপ্রতিভ না লঙ্কান এই পেসার।
গেল আসরে মোটে ১৩ গড়ে ১৩ উইকেট নেয়া পাথিরানা চলতি আসরে প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ৩৬ রানের বেশি। সঙ্গে রয়েছে অতিরিক্ত রান দেয়ার প্রবণতা। সবশেষ ম্যাচেই দিয়েছেন ৫ ওয়াইড। সেইসঙ্গে চেন্নাইয়ের মাঠে ৪০ ওয়াইড দেয়ার কোটা পূরণ করেছেন তিনি। আইপিএলে নির্দিষ্ট ১ ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়াইডের রেকর্ডে উঠে এসেছেন দুই নম্বরে।
এক মাঠে সবচেয়ে বেশি ওয়াইড দিয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই বোলার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে করেছেন ৪৫ ওয়াইড বল। তবে সেজন্য ৮৩ ওভার বল করেছিলেন সিরাজ। বিপরীতে ৪৪ ওভার বল করেই চিদাম্বারামে ৪০ ওয়াইড দিয়ে ফেলেছেন পাথিরানা। এই দুজন ছাড়া আর কোনো বোলার এক ভেন্যুতে ৪০ এর বেশি ওয়াইড বল করেননি।
তিনে থাকা ডোয়াইন ব্রাভো চেন্নাইয়ের মাটিতেই দিয়েছেন ৩৭ ওয়াইড। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লাসিথ মালিঙ্গার ওয়াইড ৩৬টি আর মিচেল ম্যাকলেঘানের ওয়াইড ৩৫টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।