জুমবাংলা ডেস্ক: প্রতিবছর স্থানীয় কর্মজীবী এবং বিভিন্ন দেশের শ্রমিকদের নিয়ে গানের প্রতিযোগিতার আয়োজন করে থাকে দক্ষিণ কোরিয়া। এবার রাজধানী সিউলে এক প্রতিযোগিতায় ১৮০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন প্রবাসী বাংলাদেশি নওশাদ ফেরদৌস। অনুষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। সময় নিউজের প্রতিবেদক মোহাম্মদ হানিফ-এর প্রতিবেদন উঠে এসেছে বিস্তারিত।
ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল নওশাদ ফেরদৌসের। প্রতিভাকে মেলে ধরার সুযোগ হয়ে ওঠেনি তার। ২০১৬ সালে ইপিএস কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়াতে আসেন নওশাদ।
দেশটির বুসান শহরে একটি কারখানায় কাজের পাশাপাশি সংগীত চর্চায় নিজেকে ব্যস্ত রাখতেন তিনি। নিজের আগ্রহ থেকে গান করতেন কোরিয়ার বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে। যেখানে গান করতেন সেখানেই শ্রোতাদের মন জয় করতেন নওশাদ।
দক্ষিণ কোরিয়ায় প্রতি বছরের মতো এবারও শ্রমিকদের নিয়ে রাজধানী সিউলের কেবিএস অডিটোরিয়ামে গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ আয়োজনে দেশটির কর্মজীবী নাগরিকসহ অভিবাসী শ্রমিকদের মধ্য থেকে প্রায় ১৮০০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হন প্রবাসী বাংলাদেশি নওশাদ ফেরদৌস। এমন স্বপ্ন ছোঁয়ার হাতছানিতে উচ্ছ্বসিত তিনি।
বাংলাদেশি প্রবাসী নওশাদ ফেরদৌস বলেন, এত বড় একটা প্রতিযোগিতায় প্রথম হতে পেরে আমি অনেক অনেক আনন্দিত। যেহেতু কোরিয়ানদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম হয়েছি এতে বাংলাদেশ নিয়ে তাদের আগ্রহ বেড়েছে।
৪৪তম এই গানের প্রতিযোগিতায় প্রথম হয়ে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন এই প্রবাসী। সঙ্গে পেয়েছেন ৫০ লাখ কোরিয়ান উয়ন যা বাংলাদেশি টাকায় ৪ লাখ টাকা।
এছাড়াও মাত্র কয়েক বছরের মধ্যে নওশাদের ঝুড়িতে জমা হয়েছে অনেক সম্মাননা পদক।
এমন সফলতা বাংলাদেশি কমিউনিটিগুলোসহ সর্বস্তরের প্রবাসীরা তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটি আসছে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোরিয়ার জনপ্রিয় টিভি চ্যানেল কেবিএসে সম্প্রচার করা হবে।
মঞ্চে অসংলগ্ন আচরণের কারণে দর্শকের জুতা হজম, যা বললেন নোবেলের স্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।