জুমবাংলা ডেস্ক : আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা চলছিল। তবে কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে।
গতকাল শুক্রবার হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
আগমী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে বিমসটেকের সদস্য দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি।
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের অনুরোধ করা হয়েছে।
তবে সেই অনুরোধ রাখতে পারছে না ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মতো অনুকূল নয়।’
একটি সূত্র বলেন, ‘সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা যেহেতু বেশ কয়েকবার একই বৈঠকে অংশ নেবেন, সেহেতু দুই নেতার পরস্পরের সঙ্গে দেখা হওয়া ও শুভেচ্ছা বিনিময় করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এর বাইরে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা নেই।’
অপর সূত্রটি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই একজন উপদেষ্টা প্রায় প্রতিদিন ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এমন পরিস্থিতি বৈঠকের জন্য অনুকূল নয়।’
এর আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলেছিল, ব্যাংককে হতে যাওয়া বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এরইমধ্যে বাংলাদেশ এই বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে।
নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন
আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।