জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। সঙ্গে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকা ৬ রাজনৈতিক নেতা। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তারা একত্রে অবস্থান করেন এবং আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রার আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ও বিদায় পর্বে অংশ নেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পরে এই তালিকায় আরও যুক্ত হন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি: গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে পেছনে ফেলে ১৩ ঘণ্টা
প্রধান উপদেষ্টা আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।