২০০ কোটি রুপি প্রতারণার ঘটনায় দায়ের করা এক মামলায় দুবাই যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে।
রবিবার (৫ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জারি করা ‘‘লুক আউট সার্কুলার’’র (এলওসি) কারণে তাকে আটকায় ভারতের ইমিগ্রেশন বিভাগ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জ্যাকুলিন ফার্নান্দেজ একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুবাই যাচ্ছিলেন। এদিকে, প্রতারণা মামলার আসামি চন্দ্রশেখর সুকেশের সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যাকুলিনের বিরুদ্ধে ইডি এলওসি জারি করে। সে কারণে তাকে দিল্লিতে নিয়ে জেরার মুখোমুখি করা হবে।
সম্প্রতি আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট দেয় ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ, একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাবেক মালিক শিবেন্দ্র সিং ও মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপি প্রতারণা করেছিলেন সুকেশ ও তার স্ত্রী লিনা পল। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
২০০ কোটি রুপির এ প্রতারণা মামলায় গত অক্টোবরে অক্টোবরে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকুলিনকে।
চার্জশিটে ইডি উল্লেখ করেছে, সুকেশের কাছ থেকে নয় লাখ রুপির পার্সিয়ান বিড়াল, ৫২ লাখ রুপির একটি ঘোড়াসহ মোট ১০ কোটি রুপির উপহার পেয়েছিলেন জ্যাকুলিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।