বিনোদন ডেস্ক: বিমানবন্দরে ব্যাপক বিড়ম্বনার শিকার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও মিরাক্কেল খ্যাত সঞ্চালক মীর আফসার আলি। বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা ফেরার পথে দীর্ঘসময় ধরে অপেক্ষার পরও দেখা মেলেনি বিমানের।
সকাল গড়িয়ে বিকেল, এরপর রাত। কিন্তু পরের দিনেও বিমানের দেখা পাওয়া যাবে কি না সেটা নিয়েও রয়েছে ব্যাপক অনিশ্চয়তা। বিমানের জন্য দীর্ঘসময় ধরে অপেক্ষা করতে করতে অনেক বিরক্ত এই সঞ্চালক। ওই সময়টাতে বসে না থেকে কাজে লেগে পড়েন তিনি। বিমানবন্দরে একটি ভিডিও শুট করেন। পরে ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি পোস্ট করেন ।
‘একঘেয়ে মানুষগুলোর সঙ্গে, এমন একটা একঘেয়ে দিন’, এই ক্যাপশনে তার পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের প্লেনের জন্য দীর্ঘ অপেক্ষায় এক একটি চেয়ারে একরাশ বিরক্তি নিয়ে বসে রয়েছেন সবাই। তারা সবাই মীরের সহকর্মী। কেউ টিভি দেখছেন, কেউ ফোনে ব্যস্ত আবার কেউবা পড়ছেন বই।
জানা গেছে, অতি জরুরি ভিত্তিতে রানওয়েতে সংস্কার চলার কারণে একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটটি ৯টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটা পরিবর্তন করে বিকেল ৪টা ৪০ মিনিট করা হয়। কিন্তু সেটাও এখন বাতিল। আগামীকালকেও প্লেনটি চলবে কি না, তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।