বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে দেশের বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং বিমান চলাচলের উড্ডয়ন ও অবতরণ পথে সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচলের রুট, প্রশিক্ষণ কেন্দ্র এবং উড্ডয়ন ও অবতরণ এলাকায় ড্রোন ওড়ানো বিমান চলাচলের সুরক্ষায় বড় ধরনের হুমকি সৃষ্টি করে।
বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
সরকারের ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে উড্ডয়ন ও অবতরণের সময় ড্রোন বা এ জাতীয় ডিভাইসের উপস্থিতি বড় ধরনের বিমান দুর্ঘটনার কারণ হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বিশেষ কোনো জাতীয় বা ব্যক্তিগত কারণে যদি ড্রোন ওড়ানো অত্যন্ত অপরিহার্য হয়ে পড়ে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রথমে জেলা প্রশাসনের কাছ থেকে অনাপত্তিপত্র বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। এরপর সেই ছাড়পত্রসহ বেবিচকের কাছে চূড়ান্ত অনুমতির জন্য আবেদন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



