বিনোদন ডেস্ক : মালায়ালাম ও দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা বিনায়কনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক (আরজিআই) বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেতা বিনায়কন। বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরজিআই বিমানবন্দর থানার পরিদর্শক কে বালারাজু জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছিলেন দক্ষিণী তারকা।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ইন্সপেক্টর তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিনায়কন কোচি থেকে একটি ইন্ডিগো ফ্লাইটে এসেছিলেন এবং তার গন্তব্য ছিল গোয়া। এ সময় বিমানবন্দরে গেটে থাকা দায়িত্বরত কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। তখন মদ্যপ অবস্থায় ছিলেন বিনায়কন।
বালারাজু জানিয়েছেন, বিনায়কন এতটাই মাদক সেবন করেছিলেন যে এর প্রভাবে আচরণ ছিল উদ্ভট এবং চোখে পড়ার মতো। এ কারণে তাকে আটকের পর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরও একজন পুলিশ অফিসারকে দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগ এবং মদ্যপ অবস্থায় হুমকি ও গালাগালির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অভিনেতা বিনায়কনকে। এছাড়াও বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এর আগে তার অভিযোগে এর্নাকুলাম টাউন নর্থ থানায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। অথচ ওই সময় তার নিজ অ্যাপার্টমেন্টে স্ত্রীর সঙ্গে সমস্যার কারণে থানায় তলব করা হয়েছিল তাকে। আবার কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির বিরুদ্ধেও মানহানিকর শব্দ ব্যবহার এবং ‘MeToo’ আন্দোলনে অযৌক্তিক মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন বিনায়কন।
বিনায়কনের ক্যারিয়ারের হাতেখড়ি হয়েছিল একজন নৃত্যশিল্পী হিসেবে। ১৯৯৫ সালে পরিচালক মালায়ালাম ইন্ডাস্ট্রির ‘মনথিরকম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় তার। পরে দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে ‘ওনামান’ সিনেমার মাধ্যমে আবারও ফিরেন। তারপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন। খলচরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছেন।
বিশেষ করে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’-এ খলচরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। মালায়ালাম, তামিলসহ একাধিক ইন্ডাস্ট্রিতে কাজের জন্য যেমন খ্যাতি পেয়েছেন, একইসঙ্গে বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন এ তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।