জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।
শনিবার বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইটটি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়।।
উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়।
ফ্লাইটটিতে মোট ৩১৬ জন যাত্রী ফিরছেন যার মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক, ১২ জন শিশু এবং তিন জন নবজাতক।
এছাড়া উড়োজাহাজটিতে চারজন ডাক্তার, পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, তিনজন ককপিট ক্রু, দুজন প্রকৌশলী রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ফেরত আসা যাত্রীদের প্রথমে কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে।
গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, প্রবাসী বাংলাদেশীদের বিমানবন্দর থেকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হবে। সেখানে পরের ১৪ দিন রাখা হবে।
তিনি বলেন, আগতরা অসুস্থ নয়, তবে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষত বাংলাদেশি শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে চীনে অবস্থানরত যারা ‘ফিরে আসতে ইচ্ছুক’ তাদেরকে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা চীন থেকে আগত কাউকেই ১৪ দিনের আগে ক্যাম্প থেকে ছাড়বো না। চীন প্রত্যাবর্তনকারীদেও দেখতে তার আত্মীয়-স্বজনদের সেখানে না যাওয়ার জন্য তিনি অনুরোধ করেন।
তিনি আরও জানান, পরিস্থিতি পরিচালনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে একটি চিকিতৎসা প্রোটোকল প্রস্তুত করেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর মেডিকেল কোর-এর সমন্বয়ে পর্যাপ্ত জনবল রয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে চিকিৎসা প্রোটোকল সম্পর্কিত একটি পুস্তিকা প্রকাশ করেছি এবং এটি সারাদেশে সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিতরণ করা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।