আন্তর্জাতিক ডেস্ক : বিমানেই নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছিল এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটের এক যাত্রী। এই ঘটনায় বিমান সংস্থাটিকে ভারতের অ্যাভিয়েশন রেগুলেটর জেনারেল ৩০ লাখ রুপি জরিমানা করেছে।
ওই ফ্লাইটের দায়িত্বে থাকা পাইলটের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়াও ও ফ্লাইটের পরিচালককেও তিন লাখ রুপি জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার মূত্রত্যাগের ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রের ওপর চার মাসের জন্য বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে এয়ার ইন্ডিয়া।
২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে পাশের সিটে বসা নারীর গায়ে মদ্যপ অবস্থায় মূত্রত্যাগ করেছিলেন শঙ্কর মিশ্র। ওই ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়া তোপের মুখে আছে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।