বিজয় দিবসের আনন্দ এভাবেও উদযাপন করা যায়! যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি পাইলট ফাহিম চৌধুরী নিউইয়র্কের আকাশে বিমান উড়িয়ে এভিয়েশন রাডারে বাংলাদেশের ম্যাপ এঁকে সাড়া ফেলে দিয়েছেন। আর বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষেই এমন অভিনব কায়াদায় নিজের উচ্ছাস ও শ্রদ্ধা জানালেন এই নবীন পাইলট। নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি এ নিয়ে সব তথ্য ও ছবি।
তিনি জানান, আজ ১৫ ডিসেম্বর একটি ‘সেসনা ১৭২’ বিমান নিয়ে রিপাবলিক এয়ারপোর্ট এভিয়েশন সেন্টার থেকে আকাশে উড্ডয়ন করেছেন। আর প্রায় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে ২৯০ নটিক্যাল মাইল উড়ে নিউইয়র্কের আকাশে ছবির মতো এমন করে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন তিনি, যা এভিয়েশন রাডারে দেখা যায়। আর বিজয় দিবসে এমন অভিনব ট্রিবিউট দিয়ে সকলের প্রশংসায় ভাসছেন ফাহিম সামাজিক মাধ্যমে।
নিজের এই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠেছেন ফাহিম। লিখেছেন, ‘বাংলাদেশের ৫৩তম বিজয় দিবসে আকাশ থেকে সম্মান জানাচ্ছি’। ককপিট থেকে আকাশটা নাকি ক্যানভাসের মতোই লাগছিল তাঁর কাছে। এই কঠিন ফ্লাইটের প্রতিটি বাঁকে তিনি মন থেকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকা শক্তিমত্তা আর প্রত্যয়কে ধারণ করেছেন, জানিয়েছেন ফাহিম। আর মুক্তিযুদ্ধে যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধাও জানিয়েছেন এই তরুণ পাইলট। সব মিলিয়ে এবার বিজয় দিবসে ফাহিমের এই অভিনব উদ্যোগটিকে এবারের অন্যতম সেরা ট্রিবিউট বলা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।