জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আজ সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। এছাড়াও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চট্টগ্রাম থেকে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই অবস্থায় শাহ আমানত বিমানবন্দর থেকে কোনো ধরনের ফ্লাইট উঠানামা করবে না।
এই নির্দেশ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।