বিনোদন ডেস্ক : শুটিংয়ের জন্য দুজনেই বেশ ব্যাস্ততায় দিন কাটিয়েছেন তাই বিয়ের পর থেকেই তাঁদের সেভাবে একসঙ্গে থাকা হয়নি। হাতে অনেক কাজ আর তারমধ্যেই সন্তানের আসার খবর সব মিলিয়ে এই জুটি এখন কাজে বেশ ব্যাস্ত।
দীর্ঘদিনের বিরহের শেষ হলো বোধহয় এদিন বিমানবন্দরে এসে। শনিবারই গ্যাল গ্যাডটের সঙ্গে এই হলিউডের ছবির শুটিং শেষ হওয়ার কথা ঘোষণা করেন আলিয়া।
গ্যাল গ্যাডট ছাড়াও জ্যামি ডরনানের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন আলিয়া।
২০১৭ সাল থেকে রণবীর আলিয়ার প্রেমের সম্পর্কের শুরু। সেই প্রেম দীর্ঘদিন আলোচনায় ছিল। সব অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ে রণবীরের বাস্তুর বাড়িতে তাঁদের চারহাত এক হয়। স্বপ্নের মত হয় তাঁদের বিয়ে। আত্মীয় ও ঘনিষ্ঠদের নিয়ে বসে তাঁদের বিয়ের আসর। এরপর দু’মাস কাটতে না কাটতেই গত জুনে মা হতে চলার খবর দেন আলিয়া। আর তারসঙ্গে হবু মা যে এখন স্বাভাবতই বেশ ব্যাস্ত তাড়াতাড়ি তাঁর কাজ শেষ করা নিয়ে তা বলাই যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




