আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় সীমান্তের কাছে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটারসহ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক নেমে এসেছে দেশটির ক্রিকেট অঙ্গনে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসিবি)।
পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে সিরিজটি আয়োজনের কথা ছিল ১৭ থেকে ২৯ নভেম্বর, পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে।
এসিসিবির এক বিবৃতিতে জানানো হয়, পাকতিকা প্রদেশের রাজধানী শরানা শহরে এক প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে উরগুন জেলায় হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটারসহ কয়েকজন প্রাণ হারান। এই ঘটনায় আফগানিস্তানের ক্রীড়া সমাজ, খেলোয়াড় ও ক্রিকেট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় মর্যাদা রক্ষায় বোর্ড এই সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আফগানিস্তানের। দুই দলের দ্বিতীয় মুখোমুখি হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শহিদ আফ্রিদি বলেন, ‘পাকিস্তান সীমান্ত খুলে দিয়ে চার মিলিয়নের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও ৩৫০টি আফগান পরিবারকে যতটা সম্ভব সহায়তা করে আসছি। কিন্তু গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সাম্প্রতিক দিনে, আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে খোলামেলা আগ্রাসন করেছে, যার জবাবে আমাদের বাহিনী পুরোপুরি প্রতিক্রিয়া দেখিয়েছে।’
এ ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। পিসিবি এখন সিরিজটি নিয়ে বিকল্প পরিকল্পনা খুঁজছে। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত এলাকায় কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সম্প্রতি দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর মধ্যেও পাল্টাপাল্টি হামলার খবর আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।