বিয়ের আসরে নিজের চুল কেটে ক্যানসার রোগীদের উপহার (ভিডিও)

বিয়ের আসরে নিজের চুল কেটে

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া মজার সব খবর প্রতিনিয়তই আমাদের সামনে আসে। কিন্তু বিয়ের অনুষ্ঠানে কনে নিজের চুল কেটে ক্যানসার রোগীদের দান করে দেওয়ার ঘটনা হয়তো শোনা যায় না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বাস্তবে, যার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটি মিশিগান ওয়েডিং ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার ব্রায়ানা এসলিংগার ইনস্টাগ্রামে যৌথভাবে শেয়ার করেন। ভিডিওতে বিয়ের সাদা পোশাকে এক তরুণীকে লম্বা বেণি করা চুলে দেখা যায়। হঠাৎ করেই ওই বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন। সবাই তার সঙ্গে অন্য এক কক্ষে যান।
বিয়ের আসরে নিজের চুল কেটেতিনি বলেন, ‘আমি আমার চুল বের করছি এবং ক্যানসার রোগীদের জন্য দান করছি।’

এরপরই তিনি লম্বা বেণি খুলে বের করে কেটে ফেলেন। আয়নার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কনে। এ ঘটনায় তিনি আরও বলেন, ‘আমি কখনও ভুলবো না। আমার মাকে ক্যানসারে হারিয়েছি আমি। তখনই দেখেছি একজন নারীর চুল পড়ে যাওয়া কতটা চ্যালেঞ্জিং।

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ দেখেছেন। সূত্র: এনডিটিভি