আন্তর্জাতিক ডেস্ক : দাম্পত্য সম্পর্ক ভেঙে গিয়েছে। তাই বিয়ের দিন তোলা সব ছবি নিয়ে ফটোগ্রাফারকে টাকা ফেরত দিতে বললেন এক তরুণী। সম্প্রতি ফটোগ্রাফার আর ওই তরুণীর হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।
আনন্দবাজারের তথ্য অনুযায়ী, সাউথ আফ্রিকার ডারবানের বাসিন্দা ওই তরুণী ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিন একটি বিশেষ ফটোশুট করেছিলেন তিনি। ফটোশুটের জন্যে অনেক টাকা ফটোগ্রাফারকে দিতে হয়েছিল। সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই তরুণীর। তাই বিয়ের কোনও চিহ্নই নিজের কাছে রাখতে চান না তিনি।
সম্পর্ক যখন নেই, বিয়ের ছবিগুলিও যত্ন করে রাখার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। বরং এত টাকা খরচ করে ছবি তোলার আয়োজন করেছিলেন ভেবে আফসোস হচ্ছে। তাই দেরি না করে বিচ্ছেদের পরেই ফটোগ্রাফারকে টাকা ফেরত দেওয়ার অনুরোধ করলেন তিনি।
তরুণী ফটোগ্রাফারকে হোয়াটস অ্যাপে লিখেছেন, ‘আমি জানি না আমাকে এখনও আপনার মনে আছে কিনা। ২০১৯ সালে ডারবানে আমার বিয়েতে আমাদের ছবি তুলে দিয়েছিলেন আপনি। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমাদের বিচ্ছেদ হয়েছে। তাই ওই ছবিগুলি আমার কিংবা আমার প্রাক্তন স্বামীর আর প্রয়োজন নেই। আমি অনুরোধ করছি, ছবিগুলি নিয়ে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিন।’
এমন মেসেজ পেয়ে প্রথমে থতমত খেয়ে যান ফটোগ্রাফার। তিনি প্রথমে ভেবেছিলেন কেউ মজা করছেন তার সাথে। কিন্তু কথা এগোতেই তিনি বুঝতে পারেন, বিষয়টি মজার নয়। তরুণীর এমন অদ্ভুত দাবি মেনে নিতে স্বাভাবিক ভাবেই রাজি হননি তিনি। টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
তরুণী আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দেন। ফটোগ্রাফার তরুণীকে লেখেন, ‘আমি আমার কাজ করেই টাকা নিয়েছি। আমি ছবি ফেরত নিতে পারব না। আর টাকা ফেরত দেওয়াও সম্ভব নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।