মাহাবুর রহমান : বয়সে ১০ বছরের বড় প্রবাসী নারীর সাথে প্রবাসী ছেলের চার বছরের প্রেম। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ভিডিও কলে অন্তরঙ্গ চ্যাটিং ও নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। দেশে এসে স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় ওই প্রবাসী ছেলের বাড়িতে অধিকার আদায়ের দাবিতে ওই প্রবাসী নারী অনশন করেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব এলাকার আলমগীর চৌকিদারের প্রবাসী ছেলে আসাদুজ্জামান সোহাগ (২৭) এর বাড়িতে একই ইউনিয়নের লোহাদী এলাকার আবুল কাশেমের প্রবাসী মেয়ে নাসিমা আক্তার (৩৫) স্ত্রীর পূর্ণ স্বীকৃতি চেয়ে অনশনে বসেন। তিনি চার বছর আগে সৌদি আরবের দাম্মামে পারি জমান। ওখানেই তাদের দু’জনের মধ্যে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়।
অভিযুক্ত সোহাগ সৌদি আরবের রিয়াদে প্রায় ৩৮০ কিলোমিটার দুরত্বে একই ইউনিয়নের বাংলাদেশী প্রবাসী নারী নাসিমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ভিডিও কলে ফিজিক্যাল সম্পর্ক ও ধাপে ধাপে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন প্রবাসী নাসিমা।
নাসিমা জানায়, আমার থেকে ছেলের বয়স কম, আমার বিয়ে হয়ে ছিলো এবং আমার একটা মেয়ে রয়েছে এসব জেনে বুঝে সোহাগ আমার সাথে প্রেমের সম্পর্ক করেছে। সাজিয়ে গুছিয়ে আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে। সোহাগ পারিবারের পছন্দে দেশে বিয়ে করে ছিলো। তার সাথে প্রেমের সম্পর্ক ঠিক রাখতে পরিবারের পছন্দ করা বৌ ছেড়েছে সোহাগ। ওই টাকাও নাসিমার কাছ থেকে নিয়েছে সোহাগ। পরে নোটারী পাবলিকের মাধ্যমে তাদের দু’জনের বিয়েও হয়েছে। এখন সোহাগ দেশে এসে পরিবারের চাপে নাসিমাকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে বিভিন্ন তালবাহানা করে পালিয়ে জানিয়ে নাসিমা জানায় এখন সে কোথায় আছে জানিনা। দেশে আসার পরও আমার সাথে কথা বলেছে। এখন কোনো যোগাযোগ নেই। তাই স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসী সোহাগের বাড়িতে অনশনে বসে এবং স্বীকৃতি না পেলে আত্মহত্যার করার ঘোষণা দেয় প্রবাশী নাসিমা। বর্তমানে সোহাগ পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
অপরদিকে অভিযুক্ত সোহাগের বাবা আলমগীর চৌকিদার জানান, এই মেয়ের সঙ্গে তার ছেলের সম্পর্ক এটা তার ছেলের ব্যাপার। তিনি এ সম্পর্ক মেনে নিবেন না জানিয়ে বলেন, এই মেয়ে অত্যান্ত খারাপ, সে আমার বাড়িতে দূর্ঘটনা ঘটাবে।
উপস্থিত পরিবারের অন্যরা বলেন, মেয়ের বয়স ছেলের থেকে অনেক বেশি। এখন ছেলে যদি সবকিছু জেনে মেনে নেয় তাহলে তাদের কোনো সমস্যা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।