বিয়ের পর বরদের নিয়ে ভোট দিতে গেলেন দুই নববধূ

নববধূ

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পর বরদের নিয়ে ভোট দিতে গেলেন দুই নববধূ। ভারতের উত্তরপ্রদেশের ৫৯টি আসনে রবিবার বিধানসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ হয়। এতে দেখা গেছে অবাক করা কাণ্ড। সদ্য বিয়ে করা দুই কনে এলেন ভোটকেন্দ্রে। তারা তাদের স্বামীর বাড়িতে যাওয়ার আগে বরদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন। তাদের পরনেও ছিল বধূর সাজ।

নববধূ

উত্তরপ্রদেশের ফিরোজাবাদ ও মহোবারের ঘটনা এটি। এর আগে শনিবার রাতে বিয়ে হয় তাদের। কনে দুজনের নাম জুলি ও গীতা।

ফিরোজাবাদে জুলি তার বিয়ের সাজে বুথে পৌঁছেছিলেন। তার সঙ্গে স্বামীও ছিলেন। তার পরনেও বিয়ের সাজ ছিল। ভোট দেওয়ার পর স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন এই কনে। সেখানে উপস্থিত ভোটাররাও তাদের সঙ্গে ছবি তোলেন ।
আর মহোবারে ভোট দিয়েছেন গীতা। তিনি জানান, এই প্রথমবার ভোট দিলেন তিনি। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। এটা আমার কর্তব্য ছিল। আমি প্রথমবারের মতো আমার ভোট দিতে এসেছি, এবং আমি আমার বিদায়ের (বধূ বিদায়) আগে তা করছি।’

তিনি জনগণকে তাদের ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এলাকার উন্নয়নের জন্য তিনি ভোট দিয়েছেন।

YouTube video player