‘ধুরন্ধর’ সিনেমা দিয়ে ক্যারিয়ার নবায়ন করেছেন রণবীর সিং। এ সিনেমায় রহমান ডাকাতের রাধুনী চরিত্রে নজর কাড়েন নাদিম খান। ছবিটি ওটিটিতে মুক্তির খবর দিয়ে যখন নতুন করে আলোচনায় ঠিক তখন ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাদিম।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গৃহ পারিচারিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে নাদিমের বিরুদ্ধে। তার নামে মালওয়ানি থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী।
নাদিমের বিরুদ্ধে ওই গৃহপরিচারিকার অভিযোগ, গত ১০ বছর ধরে তাকে যৌন নির্যাতন করেছেন অভিনেতা। প্রত্যেকবার মিলিত হওয়ার আগে বিয়ের আশ্বাস দিতেন। অনৈতিক কাজে লিপ্ত করতে ভয়ও দেখাতেন বলে দাবি ওই নারীর।
থানায় লিখিত অভিযোগে গৃহপরিচারিকার দাবি, তিনি ভয়ে দীর্ঘ দিন এই নারকীয় অত্যাচার সহ্য করেছেন। অন্য দিকে, অভিনেতা তাকে দেওয়া কথা রাখেননি বলে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় অবশেষে তিনি প্রশাসনের দ্বারস্থ। মালওয়ানি থানার পুলিশ মামলা দায়ের করেছে নাদিমের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে।
এরইমধ্যে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। শুরু করেছে তদন্ত। ঘটনার সত্যতা খুঁজছে তারা। এর আগেও নাদিমের বিরুদ্ধে এরকম অভিযোগ দায়ের করা হয়েছিল কি না সে বিষয়েও নিচ্ছে খোঁজ।
আরও পড়ুনঃ
বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। নেটিজেনরাও জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খোলেননি নাদিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


