বিনোদন ডেস্ক : টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যার গ্ল্যামারে আট থেকে আশি সবাই মুগ্ধ। শুরুতে ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এখন সুপারহিট কাজের সঙ্গে নাম জুড়েছে তার। মূলত অনবদ্য অভিনয় দিয়েই জয় করে নিয়েছেন দর্শকহৃদয়। ঋতাভরীর সঙ্গে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রেমের গল্প সকলের জানা। সেই গল্প এখন পুরোনো। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন পরিচালক। এদিকে সম্প্রতি সাবেক প্রেমিকা ঋতাভরীকে নিয়ে এক স্ট্যাটাস দিয়ে তোলপাড় টালিউড। সঙ্গে জুড়ে দেন ছবিও।
ছবিতে দেখা যায়, সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তাঁর সঙ্গে নিজেকে সেলফি বন্দি করছেন পরিচালক। মঙ্গলবার হঠাৎ এ কেমন ছবি পোস্ট করলেন সৃজিত। পোস্টের ক্যাপশানে খানিক কাব্যিক স্টাইলে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’
এদিকে ভক্তদের মানে নানান প্রশ্ন, তবে কী এক হচ্ছেন সৃজিত-ঋতাভরী? এদিকে ভারতীয় এক সংবাদমাধ্যমে সৃজিতের সঙ্গে পুনরায় কাজ করা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না। সৃজিত নিজে অফিশিয়ালি বিষয়টা সামনে আনলে তার পরেই আমি এই নিয়ে কথা বলব’।
রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরপুর ওয়েব সিরিজ, একবার দেখলেই মুগ্ধ হবেন!
আপনি নাকি এই বছরেই বিয়ে করছেন। এটা কি শুধুই জল্পনা? এমন প্রশ্নে ঋতাভরী বলেন, ‘এটা কেউ জানে না। আমিও না (হাসি)। সম্পর্কে কেউ থাকলে বিয়ের কথাবার্তা তো স্বাভাবিকভাবে আসেই। অনেক ওঠা-পড়ার পরেও সম্পর্ক বজায় থাকলে বিষয়টা আরও বেশি হয়। আমাদের কয়েকবার ব্রেক-আপ হলেও ফের প্যাচ-আপ হয়েছে। তাই সম্পর্কটা এবারে বিয়ের দিকে যাবে নাকি আরও একটা ব্রেক-আপ অপেক্ষা করছে, সেটা বলা মুশকিল। নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হলে তা অবশ্যই জানাতাম’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।