বিয়ে করলেন ‘মালো মা’র গায়ক সাগর দেওয়ান

জুমবাংলা ডেস্ক : কোক স্টুডিও বাংলার আলোচিত গান ‘মালো মা’। এই গানের শিল্পী সাগর দেওয়ান বিয়ে করেছেন। তার স্ত্রী ফারিয়া ইসলাম মাহিন দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসিনী। গেল ২৫ জুন তারা বিয়ে করেন।

শিল্পী সাগর দেওয়ান বলেন, মাহিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। তিনি দেশটির নাগরিকও। দুই বছর আগে কাজের সূত্রে আমাদের পরিচয়। তারপর ভালো-লাগা, ভালোবাসা। গেল ২৫ জুন দুজন বিয়ে করি। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।

সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় চলতি বছর ‘মালো মা’ প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। এ গানের গীতিকার খালেক দেওয়ান। মালো মা গেয়েছিলেন খালেক দেওয়ানের নাতি সাগর দেওয়ান। এ গান দিয়েই তুমুল জনপ্রিয়তা পান এ সংগীতশিল্পী।

এরই মধ্যে তিনি রাখাল সবুজ পরিচালিত ‘পুলসিরাত’ সিনেমাতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। সেই গানের শিরোনাম ‘সুখ সিথানের বাতি’।

দারুণ মজা তফু চিংড়ির