বিনোদন ডেস্ক : ‘দাবাং’ অভিনেত্রী মাহি গিল তার ব্যক্তিগত জীবন কখনো প্রকাশ্যে আনেননি। এখনো বিয়ে করেননি এই নায়িকা। তার প্রেমের সম্পর্ক নিয়েও কোনো গুঞ্জন শোনা যায়নি গণমাধ্যমে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মাহি গিল বললেন, তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে তার।
অভিনেত্রী হিসেবে বরাবরই দর্শকের নজর কেড়েছেন মাহি। তবে তার ব্যক্তিগত জীবন সবসময়েই অন্তরালে। এবার নিজের জীবনের একটি ঘটনা প্রকাশ্যে এনে মাহি জানালেন, তিনি এক আড়াই বছরের মেয়ের মা। মেয়ের নাম ভেরোনিকা।
মাহির ভাষ্য, ‘আমার মেয়ে সামনের আগস্টে তিন বছরে পা দেবে। মুম্বাইতে আমার আন্টি ওর দেখাশোনা করেন। আমিও বেশিরভাগ সময় মুম্বাইতে থাকি আমার মেয়ের জন্য।’
মাহি জানালেন, একটা সম্পর্কের মধ্যে রয়েছেন তিনি। সাক্ষাৎকারে বললেন, ‘আমার প্রেমিক আছে। সে একজন ব্যবসায়ী। আমরা বিয়ে করব। তবে বিয়ে না করাটাকেও সমস্যা মনে হয় না আমাদের। আমরা একে অপরকে সম্মান করি, ভালোবাসি।’
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।