পাকিস্তানি অভিনেত্রী মায়া আলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিয়ের ক্ষেত্রে তিনি কোনো সামাজিক চাপের কাছে নতি স্বীকার করবেন না।
সম্প্রতি এক পডকাস্টে মন মায়াল খ্যাত এই তারকা খোলামেলা মতামত ব্যক্ত করে বলেন, বিয়ে করা এমন একটি সিদ্ধান্ত, যা তিনি নিজের শর্তে নিতে চান।
তিনি বলেন, ‘কেন এখনো বিয়ে করিনি— শুধু কেউ এই প্রশ্ন করছে বলে বিয়ে করা উচিত নয়।’ মায়ার মতে, সমাজ নারীদের প্রায়ই চাপ দেয় এই বলে যে, বয়স বাড়ছে বা অমুক ব্যক্তি নাকি তাকে সুখে রাখবে।
কিন্তু মায়ার কাছে বিয়ে তার চেয়েও বড় বিষয়। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘এটা দুই পরিবার ও দুই ব্যক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আসল বিষয় হলো— তাদের মধ্যে বোঝাপড়া ও যোগসূত্র থাকা।’
তিনি আরও যোগ করেন, ‘যেদিন আমি কারও সঙ্গে সেই যোগসূত্র অনুভব করব, সেদিন অবশ্যই বিয়ে করব। কিন্তু কারো কথায় নয়।’
ধর্মীয় বিশ্বাসও এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। মায়ার ভাষায়, ‘আমরা যদি সব সময় বলি, সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে কেন আমরা বিশ্বাস করি না যে, বিয়েটাও তারই সিদ্ধান্ত? এটা তখনই ঘটবে, যখন হওয়ার সময় হবে।’
তার এই মন্তব্যগুলো প্রমাণ করে, সামাজিক প্রত্যাশার চেয়ে তিনি বেশি গুরুত্ব দেন সামঞ্জস্যতা ও সঠিক সময়কে। মায়া আলি এখন নিজের মন ও নিয়তিকে নিয়েই ভবিষ্যতের সিদ্ধান্তে এগোতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।