আন্তর্জাতিক ডেস্ক:বিরল এক আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। ইসলামে সূর্যগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি হাদিসও রয়েছে। যখনই সূর্যগ্রহণ দেখা যাবে তখন নামাজ আদায়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে।
হাদিসে বলা হয়েছে, সূর্যগ্রহণ আল্লাহ তায়লার নিদর্শন। তাই এসময় ভীত বিহ্বল অবস্থায় নামাজ আদায়ের কথা বলা হয়েছে। সূর্যগ্রহণের সময় নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহ তায়লার জিকির ও মুনাজাতের কথাও বলা হয়েছে বিভিন্ন হাদিসে।
এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্ট জানিয়েছে, মঙ্গলবার আসরের নামাজের পর দেশের সব মসজিদে সূর্যগ্রহণের নামাজ আদায় করা হবে। খবর খালিজ টাইমস’র।
সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন মুসলিম দেশে এসময় বিশেষ নামাজ ‘কুসফ’ আদায় করা হবে। দুবাইয়ে আসরের নামাজের পর কুসফ আদায় করা হবে। এই নামাজ ফরজ নয়, তবে তা আদায়ের ব্যাপারে উৎসাহ দিয়ে থাকেন ধর্মীয় নেতারা।
দৈনিক নামাজের সঙ্গে এই নামাজের পার্থক্য রয়েছে। এই নামাজ সাধারণত জামাতের সঙ্গে মসজিদে আদায় করা হয়। তবে ঘরেও আদায় করা যায় এই নামাজ। কুসফ দুই রাকাত।
এদিকে আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটির প্রথম সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে।
চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।
খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।
রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।
প্রসঙ্গত, সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রেখে দেয়, তখন সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছায় না। সূর্যগ্রহণ শুধুমাত্র অমাবস্যাতেই হয়।
সূত্র: খালিজ টাইমস’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।