একান্তে জন্মদিন পালন করলেন আনুশকা, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক : গতকাল ১ মে নিজের ৩১ তম বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউড সুন্দরী আনুশকা শর্মা। ৩১ এর জন্মদিনটা বেঙ্গালুরুতে স্বামী বিরাট কোহলির সঙ্গেই সেলিব্রেট করলেন তিনি। এক্কেবারেই একান্তে।

আপাতত আইপিএলের জন্য বেঙ্গালুরুতেই রয়েছেন বিরাট। আনুশকা স্বামীর সঙ্গে নিজের জন্মজিন সেলিব্রেট করতে ঠিক সময়ে সেখানে পৌঁছে যান। স্ত্রীর জন্মদিনে তাঁর সঙ্গে একান্তে সময় কাটানোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট।

বিশেষ সূত্রে খবর, স্ত্রীর জন্মদিনে স্পেশাল ডিনারের ব্যবস্থা করেছেন বিরাট কোহলি। যে ডিনারে শুধুমাত্র আনুশকা ও বিরাটই ছিলেন। আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

View this post on Instagram

♥️ Credit – @suppeerrgram

A post shared by Virat Kohli (@virat.kohli) on