বিনোদন ডেস্ক : জন্মের পর থেকেই অনেকবারই মেয়ের সঙ্গে বিভিন্ন ছবি প্রকাশ করলেও কখনও তার মুখ প্রকাশ্যে আনেননি বিরাট-আনুশকা দম্পতি।
কিছুদিন আগেই ১ বছর পূর্ণ করে দুই বছরে পা দিয়েছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার মেয়ে ভামিকা। জন্মের পর থেকেই অনেকবারই মেয়ের সঙ্গে বিভিন্ন ছবি প্রকাশ করলেও কখনও তার মুখ প্রকাশ্যে আনেননি বিরাট-আনুশকা দম্পতি।
কিন্তু আপ্রাণ চেষ্টার পরও শেষ রক্ষা হলো না। তারকা এ দম্পতির একমাত্র মেয়ে ভামিকার ছবি ইন্টারনেট জগতের সর্বত্র ছেয়ে গেছে। এতে বেজায় নাখোশ বিরাট-আনুশকা দুজনই। সঙ্গে সবাইকে অনুরোধ জানিয়েছেন যেন তাদের মেয়ের ছবি আর না ছড়ানো হয়। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মূল ঘটনাটি গত রবিবারের (২৩ জানুয়ারি)। ওইদিন কেপটাউনে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। সে ম্যাচে বিরাটকে অনুপ্রেরণা দিতে মেয়ে ভামিকাকে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন স্ত্রী আনুশকা। ৬৩ বলে নিজের অর্ধশতক পূর্ণ করে গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন বিরাট। ক্যামেরায় তখন ধরা পড়ে গ্যালারিতে বসে থাকা আনুশকার কোলে থাকা ভামিকার চেহারা। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রতিক্রিয়ায় সোমবার ছবি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের নিজ নিজ আইডি থেকে দেওয়া স্টোরিতে বিরাট ও আনুশকা বলেন, ‘‘হ্যালো, আমরা জানতে পেরেছি যে গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে, আর তারপর তা দ্রুত ভাইরাল হয়ে গেছে। আমরা সবাইকে বলতে চাই যে আমরা জানতাম না যে আমাদের ওপর ক্যামেরার নজর ছিল। এই বিষয়ের ওপর আমাদের অবস্থান আর অনুরোধ একই আছে। আমরা সত্যি খুশি হবো যে ভামিকার ছবি ক্লিক আর প্রকাশিত না করলে। আর এর কারণ আপনাদের আগেই জানিয়েছি। ধন্যবাদ।’’
২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০২১ সালের ১১ জানুয়ারি তাদের একমাত্র মেয়ে ভামিকার জন্ম হয়। ভামিকার জন্মের পর থেকেই সংবাদমাধ্যমের কাছে তাদের মেয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখার অনুরোধ করেছিলেন বিরাট-আনুশকা। কিছুদিন আগে মেয়েকে নিয়ে এ দম্পতি বাইরে বের হওয়ার পর এক পাপারাজ্জি ভামিকার ছবি তুললেও বিরাটের অনুরোধে তখন সেই ছবি প্রকাশ্যে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।