জুমবাংলা ডেস্ক : আগামী ৩১ আগস্ট সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু পরবর্তী বিশেষ দোয়া (চল্লিশা) আয়োজনে ব্যাপক উদ্যোগ নিয়েছে দলটি। এরশাদের চল্লিশাটি দেশের সব জেলায় পালন করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
জাপা সূত্রে জানা গেছে, রাজধানীর প্রতিটি মহল্লা এবং ওয়ার্ডে কাঙালী ভোজের আয়োজন করা হবে। সেই সঙ্গে দোয়া মাহফিলও থাকবে। চল্লিশার আয়োজন সম্পন্ন করতে বাজেট ধরা হয়েছে কোটি টাকার ওপরে। ইতোমধ্যে দলীয়ভাবে এ টাকা ওঠানোও হয়েছে।
জাপার অভ্যন্তরে গুঞ্জন রয়েছে প্রভাবশালী এক প্রেসিডিয়াম সদস্য একাই ৫০ লাখ টাকা দিয়েছেন। এছাড়া দলের বিভিন্ন স্তরের নেতা এবং জাতীয় পার্টির শুভাকাঙ্খীরাও এই আয়োজনে শরীক হয়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, স্যারের চল্লিশা পালন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পার্টির শক্তির জানান দেওয়া হবে। বিশেষ করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের নিজের অবস্থান দলে মজবুত করার জন্য এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
দলের মধ্যে দুটি ধারা বিদ্যমান থাকায় চল্লিশা পালন অনুষ্ঠানে এ কৌশল নেওয়া হয়েছে। তবে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এরশাদপত্নী বেগম রওশন এরশাদ ঘটা করে এমন অনুষ্ঠান পালনে খুব বেশি আগ্রহী নন বলে জানা গেছে।
রওশনপন্থীরা জানান, জিএম কাদের এবং তার অনুসারীরা দলের মধ্যে নিজেদের শক্তি দেখানোর জন্যই এমন কর্মসূচি পালন করছে।
এদিকে, এরশাদের সাবেক স্ত্রী এরিক এরশাদের মা বিদিশা সিদ্দিক এরশাদের চল্লিশা পালন অনুষ্ঠান করতে ভারতের আজমীর শরীফে অবস্থান করছেন। সেখানেও তিনি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।