বিরাট কোহলির লজ্জার ১০০

আবারও বিশ্রাম চাইলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: টানা ১০০ ম্যাচ ধরে শতরান করতে পারেননি বিরাট কোহলি। আড়াই বছর আগেও যিনি বাইশ গজে নেমে একের পর এক সেঞ্চুরি করে গেছেন, সেই কোহলি এখন সেঞ্চুরির দেখা পাচ্ছেন না! খারাপ সময় কাটছেই না এই ভয়ংকর ব্যাটারের। আইপিএলে গতকাল মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তিনি ‘গোল্ডেন ডাক’ মারেন। এরই সঙ্গে লজ্জার কীর্তিতে কোহলির নামল লেখা হয়ে যায়। এই নিয়ে শেষ ১০০ ম্যাচে তার ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি।

২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি করেছিলেন কোহলি। তার পর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি ওয়ানডে ম্যাচ, ২৫ টি-টোয়েন্টি আর ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কে যেতে পারেননি। যদিও এই ম্যাচগুলোতে তিনি বেশ কিছু ফিফটি করেছেন। কোহলির খারাপ ফর্মের প্রভাব পড়েছে তার অধিনায়কত্বেও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন।

এরপর ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে দেয় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরে টেস্ট দলের নেতৃত্বও ছাড়েন তিনি।

এবার আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নন কোহলি। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডুপ্লেসিস। এরপরও ফর্মে ফিরতে পারছেন না কোহলি। তার ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নন সতীর্থ থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। সবার যুক্তি, একটি ম্যাচে সেঞ্চুরি হলেই ফের নিজের পুরনো ফর্মে দেখা যাবে কোহলিকে।