বিনোদন ডেস্ক: বিরাট কোহলিকে সঙ্গ দেওয়ার জন্য এখন অভিনেত্রী আনুশকা শর্মা রয়েছেন ইংল্যান্ডের মাটিতে। আইসিসি ক্রিকেট ওয়ার্ন্ড কাপ দেখতে গিয়েছেন তিনি। গতকাল ছিল ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ। মাঠে খেলছিলেন তাঁর স্বামী বিরাট কোহলি। বিরাটকে উৎসাহ দেওয়ার জন্যই মাঠে গিয়েছেন এই অভিনেত্রী। গ্যালারিতে বসে বিরাট ও টিম ইন্ডিয়ার খেলা দেখে হাততালি দিচ্ছিলেন তিনি। এই ছবি ভাইরাল হয়ে যায় গোটা নেট দুনিয়ায়।
আনুশকাকে মাঠে দেখতে পাওয়ার পর থেকেই তাঁর ও বিরাটের ফ্যানেদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তিনি ক্রিকেটার পত্নী। তাই ধরেই নেওয়া হয় তিনি ক্রিকেট সম্পর্কে নিশ্চয় সব জানেন। বিরাটের থেকে খেলার খুটিনাটি তিনি সবটাই জেনে গিয়েছেন নিশ্চয় এতদিনে। কিন্তু না, তা একেবারেই নয়।
আনুশকা খেলার মাঠে থাকলেও সব কিছু তিনি জানেন না। সম্ভবও না। কারণ তিনি সম্পূ্র্ণ অন্য জগতের মানুষ। খেলা দেখতে গিয়ে আনুশকা তাঁর এক বন্ধুকে জিজ্ঞেস করেন, ‘এটাই কি সিগনাল ফোর?’। মানে চার রান নেওয়ার পর আ্যাম্পায়ার মাঠে থেকে যে সিগনাল দেখান, সেটাই কি চার রানের সিগনাল। এই ভিডিও সামনে আসার পর থেকে টুইটারে অনেকেই হাসাহাসি শুরু করেছেন আনুশকাকে নিয়ে। কারণ এই সামান্য বিষয়টা একটু আধটু যারা খেলে দেখেন তারাও জানেন। সেখানে একজন ক্রিকেটারের স্ত্রী হয়ে আনুশকার না জানা সবাইকে অবাকই করেছে বটে। তবে সে যাই হোক, শ্রীলঙ্কাকে হারিয়ে টিম ইন্ডিয়া এবং বিরাট আনুশকাও এখন খোশ মেজাজেই রয়েছেন ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।