শততম টেস্টের দিনে শতক বঞ্চিত বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: সারা ক্রিকেটবিশ্বে গত কয়েকদিন ধরে আলোচনায় বিরাট কোহলি। কারণ ভারতের এই সুপারস্টার আজ শুক্রবার (৪ মার্চ) নিজের শততম টেস্ট খেলতে মাঠে নেমেছেন। করোনাবিধির কারণে মোহালির গ্যালারিতে প্রথমে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু পরে কোহলির কারণেই অর্ধেক দর্শক নিয়ে ম্যাচ শুরু হয়।

ফাইল ছবি

কোহলিকে অনুপ্রেরণা দেওয়ার জন্য গ্যালারিতে উপস্থিত মেয়ে ভামিকা, মা সরোজ কোহলি আর স্ত্রী আনুশকা শর্মা।

এমন বিশেষ একটা দিনে সবাইকে সেঞ্চুরি উপহার দিতে পারলেন না বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। কোহলিকে নামানো হয় চার নম্বরে। দর্শকদের তুমুল হর্ষধ্বনির মাঝে তিনি ব্যাট হাতে বাইশ গজে পৌঁছান। কিন্তু সবার আশায় জল ঢেলে দেন লঙ্কান স্পিনার লাসিথ এম্বুলদুনিয়া। তার বলে রক্ষণাত্মকভাবে ঠেকাতে গিয়েই গড়বড় করে ফেলেন কোহলি। বল গিয়ে লাগে অফ স্টাম্পে। সেঞ্চুরি তো দূর, ফিফটিও করতে পারেননি। কোহলির সংগ্রহ ৭৬ বলে ৪৫ রান।

দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে শুরুটা মন্দ ছিল না। লাহিরু কুমারার বলে ২৯ রান করা রোহিতের বিদায়ে ৫২ রানের ওপেনিং জুটি ভাঙে। মায়াঙ্ক আগরওয়ালও (৩৩) দ্রুত ফিরে যান। এরপর হনুমা বিহারীকে নিয়ে তৃতীয় উইকেটে ১৫৫ বলে ৯০ রানের জুটি গড়েন কোহলি। সাবেক ভারত অধিনায়ক ফিফটি না পেলেও হনুমা ৫৮ রান করে আউট হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২২৪ রান।