জুমবাংলা ডেস্ক : বিরোধী দল কী তা সংসদে দেখিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, সরকারের ভুলত্রুটি ধরে দেওয়ার জন্য যা যা করার তাই করা হবে। সেই সঙ্গে সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেছেন, যে যতই গালি দিক জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এখন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।