জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাহাড়ে উৎপাদিত হচ্ছে বিলাতি ধনে পাতা। আর এই ধনে পাতা অন্যান্য ফসলের সাথে চাষ করে স্বাবলম্বী হচ্ছে এখানকার কৃষক।
এবছরও পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে বিলাতি ধনে পাতা। বর্তমানে মসলা জাতীয় এই ধনে পাতা বাজারে আসতে শুরু করেছে। উৎপাদন খরচ কম হওয়াতে এটি চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এখানে উৎপাদিত বিলাতি ধনে পাতা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও যাচ্ছে।
পাহাড়ি জমিতে বিলাতি ধনে পাতার চাষ নিয়ে কৃষক রিপণ চাকমা জানান, প্রতিবছর তারা পাহাড়ের পরিত্যক্ত জমিতে অন্যান্য ফসলের সাথে বিলাতি ধনিয়া পাতার চাষ করে থাকেন। উৎপাদন খরচ কম হওয়াতে কৃষকরা এখন এই ধনে পাতা চাষে আগ্রহী হচ্ছেন।
জেলার কাপ্তাই উপজেলার ধনে পাতা চাষি ও ক্ষুদে ব্যবসায়ীরা আপন বিকাশ তঞ্চঙ্গ্যা বলেন, অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় পার্বত্য অঞ্চলের কৃষকদের কাছে বিলাতি ধনে পাতার চাষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, ধনে পাতা চাষ করে লাভবান হলেও বর্তমানে বাজারে সারসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়াতে আগের তুলনায় লাভ একটু কম হবে ।
রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল জানান, এ বছর রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রায় ৫০ হেক্টর জমিতে বিলাতি ধনিয়া পাতার চাষাবাদ হয়েছে এবং উৎপাদন ভালো হয়েছে।
তিনি আরও জানান, পার্বত্য এলাকায় অন্যান্য ফসলের সাথে স্বল্প পূঁজিতে বিলাতি ধনে পাতা চাষ করে কৃষকরা অধিক লাভবান হওয়াতে কৃষক এই ধনে পাতা চাষে এখন অনেক আগ্রহী।
এ বিষয়ে জেলার বিভিন্ন উপজেলাগুলোতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
এ বছর জেলায় ৬৫০ মেট্রিক টন বিলাতি ধনে পাতা উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। পার্বত্য এলাকায় ধনে পাতা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সহজ শর্তে কৃষি ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতার দাবি চাষিদের।-বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।