বিনোদন ডেস্ক : বিলাসবহুল গাড়ির প্রতি শোবিজ তারকাদের শখ রয়েছে। দেশ-বিদেশের অনেক তারকার গ্যারেজে রয়েছে নামিদামি ব্র্যান্ডের গাড়ি। অনেকে আবার শখের গাড়ি নিলামেও তোলেন। এরই ধারাবাহিকতায় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি নিলামে তুলবেন। আগামী মাসে প্যারিসে হবে এই নিলাম। নিলামের জন্য তিনি ক্রিস্টি’স অকশন হাউসকে বেছে নিয়েছেন।
এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছে নিলাম প্রতিষ্ঠানটির তরফ থেকে। ২০ নভেম্বর বসবে নিলামের আসর। ধারণা করা হচ্ছে, গাড়িটি বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ কোটি থেকে সাড়ে ১০ কোটি টাকায় বিক্রি হতে পারে। গাড়িটি ১৪, ১৬ এবং ২০ নভেম্বর ক্রিস্টি’সের প্যারিস শো রুমে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য। এরপরই নিলামে উঠবে এই গাড়ি।
ব্যক্তি জীবনে ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে লড়ছেন। অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি ব্র্যাড পিটকেও লড়াই শেষ করার অনুরোধ করেছেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel