স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ শুরুর বাকি মাত্র একদিন। এর মধ্যে দলগুলো পৌঁছাতে শুরু করেছে আয়োজক দেশ কাতারে। তারই অংশ হিসেবে কাতারে পৌঁছেছেন লিওনেল মেসিরা। কিন্তু সেখানে বিলাসবহুল হোটেলে থাকবেন না তারা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে তাদের মাটিতে গোলবন্যায় ভাসিয়ে বৃহস্পতিবার কাতার পৌঁছায় মেসি বাহিনী।
কিন্তু তারা বিলাসবহুল হোটেল ছেড়ে উঠেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। বিফ বার্বিকিউ খাওয়ার জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্য দলের ফুটবলাররা যখন সে দেশের সেরা হোটেলগুলিতে থাকছেন মেসিরা তখন অন্য মেরুতে।
হোটেলের থেকেও ভাল খাবার এই ছাত্রাবাসগুলিতে পাওয়া যায় বলে জানতে পেরেছেন মেসিরা। আর্জেন্টিনার স্থানীয় খাবারের মধ্যে অন্যতম হচ্ছে বিফ বার্বিকিউ। ছাত্রাবাসে সেগুলোর স্বাদ অনেক ভাল হবে বলেই সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসিরা। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাসে মেসিরা রয়েছেন, তার মাঠে বার্বিকিউ বানানোর জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করা হয়েছে।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক রয় নেইমার টুইটে মেসিদের থাকার জায়গার ছবি প্রকাশ করেছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আর্জেন্টিনার দলের এক সদস্য ডেইলি মেইলকে বলেন, আমরা ক্যাম্পাসটি বেশ কয়েকবার পরিদর্শণ করেছি। এখানে হয়ত অনেক বেশি সুযোগ-সুবিধা নেই, তবে এখানে খোলা আকাশ রয়েছে যা আমাদের ঘরের স্বাদ দেবে বলে আশা করি। কাতারে থাকাকালীন আমরা তাদের ঘরে বসে নিজেদের ঘরের স্বাদ অনুভব করতে চাই। যা আমরা এখানে খুব সহজেই করতে পারব।
মেসি এবং আর্জেন্টিনা দলের সকলে যাতে সেই খাবার উপভোগ করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। সেই সব বার্বিকিউ বানানো হবে আর্জেন্টিনার রন্ধনপ্রণালীতে। প্রচুর মাংসের সঙ্গে থাকবে সবজি এবং ওয়াইন। যদিও মেসিদের খাওয়ার পরিমাণ বেঁধে দেয়া থাকবে।
Where Argentina will be staying at during the 2022 World Cup. 🏆🇦🇷 pic.twitter.com/IUFuZkZENQ
— Roy Nemer (@RoyNemer) November 17, 2022
দক্ষিণ আমেরিকার বিফ অন্যতম সুস্বাদু। সেখান থেকে বিফ নিয়ে আসা হয়েছে মেসিদের জন্য। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। তারা দেশ থেকে রাঁধুনিও নিয়ে এসেছে। অনেক দেখেশুনে তবেই ওই ছাত্রাবাস বেছে নিয়েছেন মেসিরা। সেই ছাত্রাবাসে ভাল অনুশীলনের জায়গাও রয়েছে। সেই সঙ্গে খোলা আকাশের নীচে রান্নার ব্যবস্থাও।
আর্জেন্টিনার ফুটবল কর্তারা চাইছেন মেসিদের ঘরের পরিবেশ দিতে। অন্তত খাবারের দিক থেকে সেটা সম্ভব করার চেষ্টা করছেন তারা। আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে। ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হবে মেসিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।