কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে চার বছর পূর্তি উদযাপন করছেন।
৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন করে পঞ্চম বর্ষে পর্দাপণ উপলক্ষে বিলুপ্ত ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহজাহান মিয়া বাদশা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সাবেক আহবায়ক ও অনুষ্ঠানের উদ্যোক্তা মোঃ আলতাফ হোসেন যুবলীগ নেতা আবুবক্কর সিদ্দিক ও ছাত্র নেতা এমদাদুল হক মিলন।
৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এর পূর্বে সন্ধ্যায় দাসিয়ারছড়ার প্রতিটি বাড়িতে আলোকসজ্জ্বা ও কালিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে দাসিয়ারছড়ার বাসিন্দারা আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। এছাড়াও রাতে দাসিয়ারছড়ার আয়োজন করা হবে খেলাধুলা ও মসজিদে মিলাদ মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে।
ছিটমহল বিনিময়ের ৪ বছরে প্রত্যাশার চেয়ে ব্যাপক উন্নয়ন ও প্রাপ্তি বেশি হওয়ায় খুশি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।
২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতে মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি’র বাস্তাবায়ন করেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ টি ছিটমহল দুই-দেশের ভু-খন্ডে যুক্ত হয়। নাগরিকরা হয়ে যান স্বাধীন। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ১৬২টি ছিটমহল একীভূত হলে তার নাগরিকরা পছন্দমত দেশের নাগরিক হতে পেরে খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।